নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শণ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল আটটা থেকে দুপুর বারটা পর্যন্ত পরচুলা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে করোনা সংকটের এই সময়ে শ্রমিক ছাঁটাই, চাকরি স্থায়ী না করে উল্টো অব্যাহতি দিয়ে নতুন ভাবে আবেদনের মাধ্যমে কম বেতনে চাকরিতে যোগদানের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। এ সময় কাভার্ড ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল এবং অফিসের আসবাবপত্রে আগুন দেয়া হয়।
শ্রমিকরা জানান, চাকুরীর মেয়াদ অনেকের আট থেকে দশ বছর হয়েছে। অন্তত ১৫হাজার টাকা বেতন পাচ্ছেন তারা। তুচ্ছ ঘটনায় তাদের ছাঁটাই করা হচ্ছে। আবার নতুন করে আবেদন করে ৬ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল