ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে মালবাহী একটি ট্রাক ডিভাইডারের উপর উল্টে ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে চালকসহ দুইজন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ৪টার দিকে মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহার পাত ভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে ডিভাইডারের উপর উল্টে গিয়ে পাতের নিচে চাপা পড়ে তিন জন যাত্রী নিহত হন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পাতের নিচে আটকা পরা লাশ উদ্ধারের চেষ্টা করে পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ