স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পদত্যাগ দাবি করে রাজবাড়ীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরীক্ষার জন্য রাজবাড়িতে ল্যাব স্থাপন, বিনামূল্যে করোনা পরীক্ষা, স্বাস্থ্যখাতে লুটপাট বন্ধসহ দেশের নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। আর স্বাস্থ্যমন্ত্রী যে সীমাহীন দুর্নীতি করেছে সেজন্য মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের আহবায়ক শোভন রহমান, রাজবাড়ী ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা