দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় মকবুল হোসেন (৩২) নামে এক রিকশাচালকের গলা কেটে হত্যার পর রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে রাজাবাড়ী এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিকশাচালক মকবুল হোসেন কুড়িগ্রাম জেলা রাজীবপুর এলাকার কাদের মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার পাঁচদোনা এলাকায় ভাড়াবাড়ীতে থেকে রিকশা চালাতেন।
নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে রিকশা চালাতে যান মকবুল। তারপর আর বাসায় ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজি করে আজ রবিবার সকালে জানতে পারি তাকে জবাই করে হত্যা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম