বরিশাল নগরীতে রিকশা-ভ্যান-ঠেলাগাড়ির মহাজনী লাইসেন্স নবায়নের বকেয়া ফি মওকুফ এবং ভাঙা রাস্তাঘাট মেরামতসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে শনিবার সকালে এই কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মো. জামাল হোসেন।
বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট একে আজাদ, আখতার হোসেন শপ্রু, শ্যামল দত্ত, তুষার সেন ও অপূর্ব গৌতম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ৭ দফা দাবির সমর্থনে নানা শ্লোগান দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই