বর্তমানে প্রায় প্রতিটি ঘরেই ওয়াই-ফাই রাউটার রয়েছে। অনেকেই দিনরাত ২৪ ঘণ্টা রাউটার চালু রাখেন, আবার কেউ কেউ রাতে ঘুমানোর আগে তা বন্ধ করে দেন। কিন্তু সারারাত রাউটার চালালে আসলে কত বিদ্যুৎ খরচ হয়?
বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ ওয়াই-ফাই রাউটার খুব বেশি বিদ্যুৎ খরচ করে না। বেশিরভাগ রাউটার ৫ থেকে ২০ ওয়াট ক্ষমতার হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এবং ২৪ ঘণ্টা চালু থাকে, তবে মাসে মোট চলবে ৭২০ ঘণ্টা। এতে বিদ্যুৎ খরচ হবে ১০×৭২০ = ৭,২০০ ওয়াট-ঘণ্টা বা ৭.২ ইউনিট।
যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে মাসে রাউটার চালানোর খরচ হবে প্রায় ৫৪ টাকা। আর যদি রাতে ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়, তবে খরচ অর্ধেকে নেমে আসবে, অর্থাৎ প্রায় ২৭ টাকা।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিদ্যুৎ খরচ খুব বেশি না হওয়ায় চালু রাখা বা বন্ধ রাখা—দুটোই ব্যবহারকারীর সুবিধা ও অভ্যাসের ওপর নির্ভর করে।
বিডি প্রতিদিন/হিমেল