ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সিলেটের পাথর এক দিনে লুট হয়নি। দিনের পর দিন মাসের পর মাস ধরে লুট করা হয়েছে। এই পাথর রক্ষায় পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন হয়েছিল কোনো চাঁদাবাজকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। অথচ দেশে অবাধে চাঁদাবাজি চলছে। যতক্ষণ ধরা না পড়ে চাঁদাবাজদের পুরস্কৃত করা হয়। ধরা পড়লে করা হয় বহিষ্কার এবং ভাইরাল হলে গ্রেপ্তার করা হয়।
সংখ্যানুপাত পদ্ধতিতে (পিআর) আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, একমাত্র পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই সংসদে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।