পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ফজলু গাজী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর প্রার্থিতা যাচাই-বাছাই করা হবে। ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আগামী ২০ অক্টোবর মহিপুর ইউনিয়নের সুষ্ঠ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই