২৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫১

নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন

নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানবন্ধনে নেতৃত্ব দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা।

মানববন্ধন চলাকালে মহিলা পরিষদের দাবি-দাওয়ার সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মুল কমিটি যশোরের সভাপতি হারূন অর রশিদ, আইইডিবির ব্যবস্থাপক বীথিকা সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরী ধর্ষণসহ নারীর প্রতি অব্যাহত সহিংসতার ঘটনা সারাদেশের মানুষকে বিচলিত করেছে। অবিলম্বে নারীর প্রতি সব সহিংসতা বন্ধ ও এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর