বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইনকে সভাপতি এবং ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ।
এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবে এবং আগামী এক মাসের মধ্যে সকল জেলা কমিটি গঠন করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        