জলবায়ু পরিবর্তনের হাত থেকে পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ।
শুক্রবার সিরাজগঞ্জের সায়দাবাদ মুলিবাড়ী মেরিন একাডেমির সামনের রাস্তার ধারে ১৫০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী প্রকৌশলী অর্জুন দত্ত।
আশরাফুল ইসলাম প্রত্যাশিত সিরাজগঞ্জের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। এই কর্মসূচির আওতায় আরো বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন, প্রচার সম্পাদক মো. সবুজ হোসেন, পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই