২১ অক্টোবর, ২০২০ ২১:৫৪

বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় চোর আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় চোর আটক

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আধারকোঠা স্টেডিয়াম মাঠসংলগ্ন সুইট মিনার বাসার সামনে থেকে পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় চোরকে আটক করেছে এলাকাবাসী। পরে মোটরসাইকেল চোর হৃদয় হোসেনকে (৩২) পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক হৃদয় যশোর জেলার কোতয়ালী থানার বিরামপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেলের মালিক সুইট মিনা বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যায়। এ সময় চোর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের বর্নিচর গ্রামের পলাশের দোকানের সামনে মোড় ঘোরার সময় গাছের সাথে ধাক্কা খায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা মোটরসাইকেল চোরের গতিবেগ বুঝতে পেরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মোটরসাইকেলসহ চোরকে থানায় নিয়ে যায়। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর