বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সুরক্ষায় পুলিশ পাহারা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে তিন পুলিশ সদস্য বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহাড়ার দায়িত্বে যুক্ত হন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সুরক্ষা নিশ্চিত ও নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর নির্দেশনা দিয়েছে। এরপর নগরীতে অবস্থিত বঙ্গবন্ধুর একমাত্র ভাস্কর্যটির সুরক্ষায় প্রেসক্লাবের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পালাক্রমে দিনরাত ২৪ ঘণ্টা ভাস্কর্যের কাছে পুলিশ অবস্থান করবে বলে জানান ওসি।
২০১৬ সালের ১৬ ডিসেম্বর বরিশাল বিভাগে প্রথম বঙ্গবন্ধুর বিশাল ভাস্কর্য স্থাপিত হয় প্রেসক্লাব প্রাঙ্গণে।
নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে (আগরপুর রোড) বরিশাল প্রেসক্লাবের সামনে প্রায় ১০ ফুট উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়। ৭ মার্চের ভাষণের আদলে পাথর আর সিমেন্টে নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর ওই ভাস্কর্য।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন জানান, ভাস্কর্যটি নির্মাণ করেন খুলনার বিশিষ্ট শিল্পী প্রশান্ত দাস। এ ধরনের ভাস্কর্যকে রিয়েল স্টিক ভাস্কর্য বলা হয়। কাসটিং ঢালাইয়ের তৈরি এ ভাস্কর্যটির উচ্চতা ৯ ফুট ১১ ইঞ্চি। এই আকৃতির ভাস্কর্য দক্ষিণাঞ্চলে আর নেই।
বিডি প্রতিদিন/ফারজানা