জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ ২০২০ উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাবৃন্দ বঙ্গবন্ধুর নব-নির্মিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বুধবার সকাল ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে শোক প্রস্তাব ও স্বাগত বক্তব্য প্রদান করেন এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন খেতাব প্রাপ্ত ১৮৪ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সন্মানি তুলে দেন তিনি। এসময় মুক্তিযোদ্ধাদেরকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াও বক্তব্য দেন মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, জেলা কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জি: আঃ রব ভূঁইয়া, জেলা আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন