বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ীতে ২০০ জন ক্ষেত মজুরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পৌর শহরের খালভাংগা পাল পাড়া মন্দির প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২০০ জন কৃষক খেত মজুরদের মধ্যে একটি করে কম্বল দেওয়া হয়। গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় জেলা ও উপজেলার ওয়ার্কার্স পাটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই