টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে গড়ে ওঠা ১১টি করাতকল উচ্ছেদ করেছে জেলা বন বিভাগ। বুধবার দিনব্যাপী উপজেলার এসব করাতকল উচ্ছেদ করা হয়।
উপজেলার নলুয়া বিটের একটি, ডিবি গজারিয়া বিটের চারটি, কচুয়া বিটের একটি ও কাকড়াজান বিটের পাঁচটিসহ মোট ১১টি করাতকল উচ্ছেদ করা হয়েছে।
টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা জামাল হোসেন তালুকদার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদ বলেন, অবৈধভাবে গড়ে তোলা নলুয়া বিটের সাজু মিয়ার, ডিবি গজারিয়া বিটের আয়নাল মিয়া, লুৎফর রহমান, আব্দুর রউফ ও গোলাপ হোসেনের, কচুয়া বিটের আবু তালেব, কাকড়াজান বিটের আবুল হোসেন, মজনু মিয়া, খালেক মিয়া, আব্দুল হামিদ ও সাদেক হোসেনের করাতকল উচ্ছেদ করা হয়েছে। তাদের নামে বন আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
টাঙ্গাইল সহকারী বনসংরক্ষক কর্মকর্তা জামাল হোসেন তালুকদার বলেন, সখীপুরের অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই