ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছেন। প্রায় প্রতিদিনই রুটিন মাফিক তিনি একেক এলাকায় বের হন কম্বল বিতরণ করতে।
আজ বুধবার রাতে গিয়েছিলেন ফুলপুর সরকারি কলেজ রোডে দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসায়। সেখানে তিনি এতিম, অনাথ ও অসহায় শিশুদের মাঝে একশত কম্বল বিতরণ করেন।
এসময় দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, রেড ক্রিসেন্টের জেলা সদস্য তাসফিক হক নাফিও প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ইউএনও শীতেষ চন্দ্র সরকার ফুলপুর গার্লস স্কুল, মোকামিয়া ও রামভদ্রপুর আশ্রয়ন প্রকল্প, বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করেন।
ইউএনও বলেন, মহামারি এই করোনাভাইাসের সময়ে কেউ যাতে শীতে কষ্ট না পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আমরা সরকারের প্রতিটি অনুদান জনগণের দোর গোঁড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন