কুষ্টিয়ায় ট্রাফিক বিভাগকে শতভাগ ডিজিটালের আওতায় আনার অংশ হিসেবে ই-ট্রাফিক প্রসিকিউশন যুগে প্রবেশ করলো পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে কর্মসুচীর উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিক, ট্রাফিক ইন্সপেক্টর জুবায়ের হোসেনসহ অন্যরা।
পুলিশ সুপার এ সময় বলেন, বর্তমান সরকার সেবা সহজীকরন ও দুর্নীতি কমাতে সবক্ষেত্রে ডিজিটাল সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। তারই অংশ হিসেবে এখন থেকে কুষ্টিয়াতেই ট্রাফিক বিভাগের সব মামলা ই-ট্রাফিক সিস্টেমে হবে। মানুষের হয়রানী কমবে। সেই সাথে দুর্নীতি করার কোন সুযোগ থাকবে না। ইউক্যাশের মাধ্যমে অর্থ পরিমোধ করতে পারবে গ্রাহকরা। এ সময় সেট বেল্ড না বাঁধায় একটি প্রাইভেট কার চালককে জরিমানা করা হয় নতুন এই সিষ্টেমে। ২০১৮ সালের নতুন সড়ক আইনে এখন থেকে সকল যান এই সিষ্টেমের আওতায় আসবে।
বিডি প্রতিদিন/হিমেল