পদ্মাসেতু দৃশ্যমান হওয়াসহ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে মোটর সাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের পক্ষ থেকে এ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
শুরুতে ভৈরব বাজার থেকে ৩ সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, সাবেক চেয়ারম্যান গোলাম কাদের, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দাউদ মোল্লা, শাহাজ্জেল, ওবায়দুল, ইসরাফিল মন্ডলসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর