সিরাজগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
নিহতরা হলো- সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার সিদ্দিক মাস্টারের ছেলে নাঈম (২২) ও সলঙ্গা থানার দত্তকুশা কামারপাড়া গ্রামের গোলাম ফারুকের ছেলে ফারদিন হাসান সোহাগ (১৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে শহরে আসার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সার্কিট হাউস এলাকায় নবনির্মতি স্পিড ব্রেকারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নাইম পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত তার অপর দুই বন্ধু বাপ্পী ও পার্থ আহত হয়।
অন্যদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, সকাল ১১টায় সাহেবগঞ্জ বাজার থেকে সিরাজগঞ্জে শহরের আসার পথে বাইপাস থেকে মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যায়। এতে আহত হয় তার বাবা গোলাম ফারুক।
বিডি প্রতিদিন/এ মজুমদার