চাঁদপুর সদর উপজেলার বালিয়ায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজের মূল ফটকে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরাক্কাবাদ কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালিয়া ইউপি চেয়ারম্যন তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক উল্ল্যাহ, হিসাববিজ্ঞান বিভাগের রেজাউল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, সিনিয়র শিক্ষক কবির হোসেন ওসমানী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি জাকির হোসেন বহর্দার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র দাস, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এবিএম শাহ আলম টিপু, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/আল আমীন