গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেলাবহ এলাকায় খোলা আকাশের নিচে অবৈধভাবে গজারি কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। এতে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির মাঠে অবৈধভাবে চুল্লি বসিয়ে বিভিন্ন প্রকার কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। উপজেলার আটাবহ ইউনিয়নের বেলাবহ এলাকায় ২টি কয়লা তৈরির ভাটা রয়েছে।
এদিকে উপজেলার গেবাবিন্দপুর এলাকায় তোতা মিয়ার ২টি ও রশিদ সিকদারের ২টি কয়লার ভাটা অবাধে চলছে। এসব কয়লার ভাটায় কাঠের যোগান হিসেবে ব্যবহৃত হচ্ছে সরকারি বনের গাছ। অসাধু চোরাই কাঠের ব্যবসায়ীরা রাতের আঁধারে সংরক্ষিত বনের গাছ কেটে এসব কয়লার ভাটায় বিক্রি করছে। এতে করে ওইসব এলাকায় কৃষি ও জীব-বৈচিত্রের উপর বিরূপ প্রভাব পড়ছে। উজাড় হচ্ছে প্রাকৃতিক বন।
এ ব্যাপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট বন বিট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।
আর কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর