মাগুরা পৌর আওয়ামী লীগের আজ বর্ধিত কর্মী সভা করেছে। শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৬ হাজারের বেশি নেতা-কর্মীর উপস্থিতিতে সকাল ১০টায় বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, একেএম কামরুজ্জামান চাঁদ, মকবুল হাসান মাকুল প্রমুখ ।
বিডি প্রতিদিন/আল আমীন