টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় অভিলাষ শীল শর্মা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আয়েবুর রহমান জানান, অভিলাষ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বরে পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ট ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি প্রতিদিন/আবু জাফর