চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ একাডেমি মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে রাকিব হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। নিহত রাকিব হোসেন হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকার আফসার আলীর ছেলে। আজ বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাণীহাটি বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাবার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের একাডেমির মোড়ে দুর্ঘটনার শিকার হন রাকিব। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার