নোয়াখালীতে মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর স্থানীয় নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টটি ব্লু-বার্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবের বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে খেলার আনুষ্ঠানিকতা ঘোষণা করেন উদ্বোধক বৃহত্তর নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান।
টুর্নামেন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন খান ও এমিল সাদেকীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, আবদুল মোতালেব, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. তছলিম হোসেন শিকদার, মাই টিভির জেলা প্রতিনিধি আবু হাসনাত বাবুল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন বাদশা, দৈনিক নোয়াখালী প্রতিদিনের নির্বাহী সম্পাদক বিধান চন্দ্র সেন, দৈনিক ঢাকা প্রতিদিনের সালাউদ্দিন সমুনসহ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলে নোয়াখালী বনাম চট্টগ্রাম টিম। খেলায় ২-১ এ চট্টগ্রাম টিম বিজয়ী হয়।
বিডি প্রতিদিন/এমআই