সৌদিতে সড়ক দুর্ঘটনার ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাসড়া গ্রামের মো. আব্দুল আলীম শিকদার (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছে নিহত যুবকের পরিবার। ছেলের মরদেহটি দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন বাবা মো. কালু শিকদার।
গত ১৬ ডিসেম্বর বুধবার মোটরসাইকেলে করে বাসা থেকে কাজের উদ্দেশ্যে আল-কাছিম এলাকায় রওনা দেওয়ার মুহূর্তে হঠাৎ প্রাইভেটকার চাপা দিয়ে চলে যায়। সংকটাপন্ন অবস্থায় আল-কাছিম কিং ফাহাদ হাসপাতাল ৭দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বাংলাদেশে সময় সকাল ১১টায় মারা যান আব্দুল আলীম। মরদেহটি বর্তমানে আল-কাছিম কিং ফাহাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, ১৭ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা আনার জন্য সৌদি আরবে পাড়ি জমান আবদুল আলীম। এরপর আল-কাছিম এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর