নেত্রকোনার দুর্গাপুরে বড়দিন উদযাপনের সকল প্রস্তুতি শেষ করেছেন খ্রিস্টান ধর্মালম্বীরা। এবছর পুরো উপজেলায় রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইল মারীয়া আমাদের সহায় ধর্মপল্লী সহ ৩৭ টি গীর্জায় বড়দিনের আয়োজন করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকায় গীর্জাগুলোতে আলোকসজ্জার কিছুটা কমতি রেখেছেন খ্রিস্টান ধর্মালম্বীরা।
আজ রাত টার থেকেই গীর্জাগুলোতে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে ভক্তবৃন্দরা প্রার্থনা জানাতে আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
জেলার দুর্গাপুর উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট ৩৭টি, কলমাকান্দা উপজেলায় ১৩টি খ্রিস্টান উপাসনালয় রয়েছে।
তবে এ বছর নিরাপত্তাজনিত এবং করোনার কারণে বড় যেগুলো গীর্জা রয়েছে শুধুমাত্র সেগুলোতেই প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলি জানান, বড়দিনকে কেন্দ্র করে দুটি উপজেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারাক্ষণ পর্যবেক্ষণে রাখতে মোবাইল টিম গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন