কুড়িগ্রামে শীতার্ত হিজরা সম্প্রদায়ের লোকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাব মাঠে হিজরা পরিবারের দুই শতাধিক সদস্যকে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেল সহকারী পুলিশ সুপার উৎপল কুমার, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করে কুড়িগ্রামের পুলিশ সুপার বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে জেলায় প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করব।
বিডি প্রতিদিন/আবু জাফর