নারিকেল গাছ পরিষ্কার করা দেখার সময় দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির মূল দরজার উপরের সানশেড ধসে চাপা পড়ে রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুটিহারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম ওই গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজিয়া বেগম প্রতিবেশী মোকছেদ আলীর বাড়ির সামনে দাঁড়িয়ে নারিকেল গাছের পাতা কাটা দেখছিলেন। এসময় মোকছেদ আলীর বাড়ির দরজার উপরে সানশেড হঠাৎ ধসে পড়ে। এতে সানশেডের নিচে চাপা পড়ে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থল পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই