আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়া মানে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেয়া। নৌকায় ভোট দেয়া মানেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। গ্রামকে শহর বানানোর উদ্যোগ নেয়া হয়েছে। ছিটমহল বিনিময় হয়েছে। পদ্মা সেতু হয়েছে। এই সরকার জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করছে। তাই পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জনভায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন ও পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেরা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
বিডি প্রতিদিন/আল আমীন