করোনাভাইরাস ও ডেংগু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে র্যালিসহ মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি। আজ নাটোরের নবাব-সিরাজ উদ দৌলা সরকারি কলেজ অডিটোরিয়াম চত্বরে ৫ম মহাস্থান ব্যাটালিয়নের সেনা শাখার এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব, সেকেন্ড লেফটেনেন্ট প্রফেসর আফজাল হোসেন এবং প্রফেসর আন্ডার অফিসার সুমন আলী। মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে পরে শহরে সচেতনতামূলক র্যালির মাধ্যমে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন