ফরিদপুরের চরভদ্রাসনে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের ১৫০ পরিবারের হাতে পুলিশ সুপারের পক্ষ হতে কম্বল তুলে দেন চরভদ্রাসন থানার ওসি মো. জাকারিয়া হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক ফিরোজ আলী মোল্যা, উপ-পরিদর্শক অতুল সরকার, উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম, উপ-পরিদর্শক তুহিন বালা ও চরভদ্রাসন থানার পুলিশ সদস্যবৃন্দ।
মো. জাকারিয়া হোসেন জানান, চরভদ্রাসনের দরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর কথা চিন্তা করে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এসব কম্বলগুলো পাঠিয়েছেন। সেগুলো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই