নীলফামারীর ডিমলায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাউতারা বাজার হতে মতির বাজার পর্যন্ত এলজিইডির অর্থায়নে ২ কোটি ৭ লাখ ৪৯৩ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার পাকারাস্তা ও উপজেলার খালিশা চাপানী কাকিনা মাদ্রাসা হতে পুর্নারঝাড় ক্যানেল পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৮২৩ টাকা ব্যয়ে ২ কিলোমিটার পাকারাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মো. সফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউড় রহমান ও নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন