সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারজু খাতুন (৩৫) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন। তিনি ওই গ্রামের ইসমাইল সর্দারের মেয়ে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, সকালে বৃ-আঙ্গারু গ্রামের রাস্তার পাশের একটি ক্ষেতে নারজুর গলা কাটা মরদেহ দেখে স্থানীয়রা সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কেন বা কি কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলায় হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন