পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। শুক্রবার সামাজিক দূরত্ব মেনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামের খ্রিস্টান পল্লীতে এ দিনটি উদযাপিত হয়। এ দিনটি উপলক্ষে চার্চ ও গীর্জাগুলো সাজিয়েছে নতুন সাজে। বাইবেল পাঠসহ আলোচনা করা হয় যিশু খ্রিস্টের জীবনী সম্পর্কে। আলোচনা শেষে ভক্তদের মাঝে বিভিন্ন রকমের খাবার পরিবেশনসহ শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান ধর্মালম্বীরা।
নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর খ্রিস্টান পল্লীর চার্চ ইনচার্জ ফ্রান্সিস বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। এখানে চারটি গির্জায় শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন পালিত হয়েছে। আর প্রার্থনা করা হয়েছে মহামারি থেকে মুক্তিসহ অতীতের সকল পাচ মোচনের।
কলাপাড়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, বড় দিন উপলক্ষে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে খ্রিস্টান পল্লীর গির্জাগুলোতে পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন