কুড়িগ্রামে করোনার প্রাদুর্ভাবে স্বল্প পরিসরে খ্রিস্টান স¤প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন পালিত হয়েছে। বড়দিনের উৎসবে তেমনটা আয়োজন না থাকলেও ঘরোয়াভাবে প্রার্থনা এবং যিশু খ্রিস্টের জন্মদিনের কেক কেটে অনাড়ম্বরভাবে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকাল এগারোটায় কুড়িগ্রাম রিভার ভিউ মোড়স্থ ঈসায়ী ফেলোসিপ চার্চে বড় দিনের অনুষ্ঠান পরিচালনা করেন পাস্টর সিমিয়ন সরকার।
এ সময় দিনটির গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ নিয়ে আলোচনা করেন পাস্টর নুরুল হক,লায়লা সরকার, সিনথিয়া সাবরিনা। পরে ধর্মীয় সংগীত, প্রার্থনা ও বাইবেল প্রচার অনুষ্ঠিত হয়। শেষে শিশুদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রতিবছর আড়ম্বরপূর্ণভাবে এ জেলায় দিবসটি পালন করা হলেও এবার তা হচ্ছে না।
এ ব্যাপারে পাস্টর নুরুল হক বলেন, করোনা মহামারির কারণে সারাবিশ্বের জীবধারা এখন থমকে আছে। তাই আমাদের উৎসবও এবার কমিয়ে আনা হয়েছে। আমরা ঘরোয়াভাবে উৎসব পালন করছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বড়দিন উপলক্ষে আমরা খ্রিস্টান স¤প্রদায়ের সব নাগরিকদের শুভেচ্ছা জানাই। এছাড়া এ সম্প্রদায়ের অস্বচ্ছলদের সরকারিভাবে সহায়তাও প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন