বরগুনার বেতাগী উপজেলায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের উৎসব পালিত হয়েছে। শুক্রবার উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বীরা কঠোর নিরাপত্তায় উৎসব পালন করেন।
খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহ্রদ সালেহীন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত মাইকেল গোমেজ।
স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতা স্বপন গোমেজ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বৃহস্পতিবার রাত থেকে আলোকসজ্জা ও ধর্মীয় কীর্তন হয়েছে তাদের পল্লীতে। শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনেই আমরা সকল অনুষ্ঠানের আয়োজন করছি।
বিডি প্রতিদিন/এমআই