ভোলায় ইলিশা জংসন বাজারে আগুনে পুড়ে যাওয়া ২৫টি দোকান মালিককে আর্থিক সহায়তা দিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার বিকালে তোফায়েল আহমেদের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে প্রদান করেন।
অর্থ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাজাল বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি সরোয়াদ্দি মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক বাবুল সরদার।
উল্লেখ্য, গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ইলিশা নৌ থানার একাংশসহ ২৫টি দোকান ভস্মীভূত হয়। এদিকে তোফায়েল আহমেদের নির্দেশে এর আগে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দুই দফা ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন। এছাড়াও তাদেরকে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থেকেও অর্থ সহায়তা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল