ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মা’ ফাতেমা খানমের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ভোলার ক্রোড়ালিয়া গ্রামের বাড়ির সামনের জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও মরহুমার কবর জিয়ারত করা হয়।
২০০৬ সালে ফাতেমা খানম বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। করোনাকালীন পরিস্থিতির কারণে তোফায়েল আহমেদ উপস্থিত থাকতে না পারলেও তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন।
এদিকে করোনাকালীন পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি মেনে দোয়া অনুষ্ঠানের পর দুপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল