নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হক (২৯) নামে ইউনিয়ন ভূমি কর্মচারি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী আহসান মেম্বারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক নাজিরপুরের বৃন্দবনপুর গ্রামের মৃত কুরবান আলী শেখের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নাজিরপুর বাজার হতে চন্দ্রপুর ভূমি অফিসে যাওয়ার সময় বিপরীত মুখে থেকে আসা রুহুল আমিন নামের অপর এক ব্যক্তির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এসময় আয়নাল হকের সাথে মোটরসাইকেলে থাকা নাজিরপুর ভূমি কর্মকর্তা শ্রী গোপাল সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক রুহুল আমিনও গুরুতর জখম হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) মো. আবু রাসেল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ