উত্তরবঙ্গের মধ্যে বেসরকারী পর্যায়ে একমাত্র টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালকে বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের কোভিডমুক্ত সনদপত্র প্রদানের জন্য গত বৃহস্পতিবার অনুমতি প্রদান করেছে সরকার।
বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদপত্র প্রদানের অনুমতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়াকে অনুমতি প্রদান করা হয়েছে।
উত্তরবঙ্গের বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল/চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম এই অনুমতি দেওয়া হ’ল। বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের জন্য অত্র প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব সরকারী যাবতীয় বিধি-বিধান অনুসরণ করে সেবা দিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন