নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুই ট্রাকের সংঘর্ষে বিল্লাল হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জাওয়ানী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুপুরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বিল্লাল টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পাওলী গ্রামের হাসেম প্রামাণিকের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, দুর্গাপুরের জারিয়া থেকে বালু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহে যাবার সময় জাওয়ানী এলাকার রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চলন্ত ট্রাকের ওই হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটিকে জব্দ করে। কিন্তু চালক পালিয়ে যায়।
ওসি আরও জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর