বরগুনায় আজ উদ্বোধন হয়েছে এশিয়া মহাদেশের প্রথম নৌকা যাদুঘর। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও দিক নির্দেশনায় ৮১ দিনের কর্মযজ্ঞ শেষে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে রয়েছে দেশ-বিদেশের ১০০ প্রকারের নৌকা ছাড়াও, গবেষণাগার, লাইব্রেরি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, নৌকার ইতিহাস, মুক্তিযুদ্ধ কর্নার, শিশুদের বিনোদনের ব্যবস্থা।
আজ বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু নৌকা যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, চেম্বার অব কমার্স সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।
এই যাদুঘরটি প্রত্যেক মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাদুঘর খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। প্রবেশ মূল্য সাধারণের জন্য ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং প্রতিবন্ধীদের জন্য বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। বঙ্গবন্ধু নৌকা যাদুঘরে বিভিন্ন অঞ্চলের ১০০ নৌকা, নৌকা গবেষণাগার, লাইব্রেরি স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর