মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুরে মেয়র কাপ অনূর্ধ্ব ১১ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন ও তার সহধর্মিণী কবুতর উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মেহেরপুর ক্রিয়া সংস্থার অনূর্ধ্ব ১১ দল ও কুষ্টিয়া জেলার বাসার ক্রিকেট একাডেমী অনূর্ধ্ব ১১ দল।
মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, এই বয়স থেকেই খেলা শিখে আজ বিশ্বের নব নাম করা খেলোয়াড়রা বিভিন্ন দেশে খেলে বেড়াচ্ছে এবং বাংলাদেশের সুনাম অর্জন করছে। তাই আজ মেহেরপুরে অনূর্ধ্ব ১১ এর ছোট বাচ্চাদের নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, নিউজ-২৪ টিভি ও বাংলাভিশনের প্রতিনিধি তুহিন অরণ্য, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ছাদাদ আহমেদ প্রমূখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন