যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুলাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলেই দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মাসেতু বিশ্বের কাছে বাংলাদেশের আত্নমর্যাদা বৃদ্ধি করেছে।
বুধবার (৬ জানুয়ারি) মনপুরায় অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র (কন্বল) বিতরণ ও ৪ তলা বিশিষ্ট নবনির্মিত ডাকবাংলোর ভবন উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে এবং দেশের সামগ্রীক অর্থনীতি উন্নত হবে।
তিনি বলেন,শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের অর্থনীতি সচল রয়েছে৷ করোনা মহামারীর সময়ও আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং থাকবে। এরই মধ্যে দেশের প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, মেট্রোরেল ও পদ্মা সেতুর মত মেগা প্রকল্পের উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এরপর তিনি সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ২১টি আর্থিক সহায়তার চেক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মধ্যে হস্তান্তর করেন। পর্যটনের অপার সম্ভবনা মনপুরা সাকুচিয়া সী-বিচের জন্য ২০ লাখ টাকা বরাদ্ধ দেন৷ এছাড়া নদী ভাঙনের হাত থেকে মনপুরাকে রক্ষারও ঘোষণা দেন।
এসময় চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখল, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সস্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি একেএম শাহজাহান, শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজলসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ