সাবেক স্বামী অরূপ হালদার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার দুই দিন পর সাবেক স্ত্রী অদিতি হালদার হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার বিকালে মেহেরপুর শহরের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। অদিতি মেহেররেপুর হালদার পাড়ার কৈলাশ হালদারের মেয়ে।
অদিতির পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান. আজ বিকালের দিকে অদিতি হালদার তার বাড়ির টয়লেটে ব্যবহৃত হারপিক পান করেন। বিষয়টি তার পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আদিতির অবস্থা আশঙ্কাজনক। আমরা ধারণা করছি, তার শ্বাসনালীর বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুর শহরের হালদার পাড়ার অর্জুন হালদার ছেলে অরূপ হালদারের সাথে আদিতির বিয়ে হয়। এরপর পারিবারিক কলহের কারণে গত ছয় মাস আগে তার স্ত্রী অদিতি আরুপকে তালাক দেন। এর পর গত সোমবার আরুপ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন! আত্মহত্যার আগে ৮ পৃষ্ঠার প্রেমপত্র লিখে যান। যাতে লেখা ছিল, 'আই লাভ ইউ আদিতি, আমার মৃত্যুর জন্য আমি দায়ী'।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ