কক্সবাজারে রামু চা বাগান স্টেশনে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বৈশাখী (২৫)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাডার দলিল আহমদের মেয়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চাবাগান স্টেশনে একটি দ্রুতগামী মোটরসাইকেলকে পাস কাটতে গিয়ে কক্সবাজারগামী একটি বাসের সাথে মুখামুখি সংঘর্ষ হয় সিএনজি অটোরিকশার। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন।
আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ