যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের মাঠ থেকে জালাল বিশ্বাস নামে এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জালাল বিশ্বাস ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে। খালিয়া গ্রামের খালিয়া মোড়ে জালাল বিশ্বাসের একটি চা দোকান রয়েছে। প্রায় ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করে আসছেন।
আজ বৃহস্পতিবার ভোরে আবু তালেব নামে এক ব্যক্তি খেজুর রস পাড়তে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের এএসপি সোয়েব আহমেদ খান, মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জালাল বিশ্বাসের স্ত্রী শাহিদা বেগম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ফজরের আজানের আগেই দোকানের উদ্দেশে রওনা হন তার স্বামী। সকালের তার মরদেহ উদ্ধারের খবর পাই।
ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টু বলেন, গ্রামে কারও সাথে জালাল বিশ্বাসের তেমন কোন শত্রুতা ছিল না। কারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে তা অনুমান করা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ