গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ডিগ্রি কলেজের মাঠে বৃহস্পতিবার দুপুরে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ৪৫০ কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর